২ পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা
প্রকাশিত : ১৯:১০, ১২ ফেব্রুয়ারি ২০২০
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
গত ১১ জানুয়ারি ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় বিএসটিআই বিশেষ অভিযানের গিয়ে দেখতে পায় মেসার্স সানী ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০লিটারে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতিটিতে ২৬০ মিলি লিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৩৪০ মিলি লিটার করে তেল কম প্রদান করছে এবং একই এলাকার মেসার্স নূর ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০লিটারে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১২০ ও ১১০ মিলি লিটার, ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতিটিতে ৮০ মিলি লিটার ও ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৮০ মিলি লিটার তেল কম প্রদান করায় পেট্রোল পাম্প ২টির বিরুদ্ধে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
বিএসটিআই’র অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহ্মাদ এর নেতৃত্বে, সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।
আরকে//
আরও পড়ুন